তোমার আমার একটি বিছানা
গন্ধতৈলে বালিশ ভরা,
তোমার আমার একটি কাঁথা
নকশী ফুলে শ্যামল ছায়া।
তোমার আমার একটি আলনা
দু'জনার শাড়ি ভাঁজ করা
মিইয়ে গেছে কর্পূর
তোমার স্পর্শে সারা বাড়ি ভরপুর।
এই বাড়ির বারান্দায়
তোমার হাত ধরে আমার প্রথম হাঁটা।
এই পুকুরের ঘাটে
তোমার সাথে আমার সাঁতরে গেলো বেলা
এই বাড়ির ছাদে
ভিজতে ভিজতে বজ্রপাতে কমর জড়িয়ে ধরা।
কতো স্নিগ্ধ বিকেল জুড়ে
আমার খোলা চুলে
বিলি কেঁটে দিয়েছো তুমি মা।
কখনো যেওনা তুমি আমায় ফেলে একা
তুমি কালজয়ী হও,অমরত্ব পাও
এইতো চাওয়া আমার।
যদি তারপরো যেতে চাও, ঘুম পাড়িয়ে যাও
ঘুম ভাঙলেই স্বর্গতে যেন দেখতে পাই আবার,
আমার মা হয়েই এসো আবার,
বারবার নয় বহু বহুবার।
____মা
উৎসর্গঃ দিদি প্রিয়াংকা নাগ এবং মা কে।