যান্ত্রিক শহরের ছাদে
দুটো কাক থাকে
জমে থাকা জল খেয়ে হাঁটে আর উড়ে।
মৃদূ স্বরে ডাকে কা কা
কালো ঠোঁটে ঠোঁট ছোঁয়া
অভিমান ভুলে ভালবাসা রাঙা কা কা কা।
কেউ নিচে কেউ উপরে
ডানা খুলে উড়ে
স্বাধীন আনন্দে
আকাশে বেড়ায় ঘুরে।

কখনো ময়লার মাঝে
মজাদার পঁচা খাওয়া
কখনোবা বৃষ্টিতে নাওয়া
কর্কশ স্বরে ডেকে ওঠে কা কা কা কা কা।


(হাসপাতালের জানালা থেকে)