আমি হয়তোবা খুব
তারাতাড়ি চলে যাবো
বৃথা থেকে যাবে মানব জনম
হয়তো আর শোনা হবে না
গীর্জার ঘন্টা, পবিত্র বাইবেল,
বেদ আর ত্রিপিটক কান পেরুবে না
মন্দিরের একপাশে পরে থাকবে
বুদ্ধ,লক্ষী দেব দেবীদের কাহিনী গুলো।
কোরান বুকে নিয়ে বসে থাকারও
দিন হয়তো শেষের পথে
ভালবাসার রঙটা কখন যে
রক্তের রঙ হয়ে গেছে!!
আমিতো কয়েক বিন্দু রক্ত চাইনি
চেয়েছিলাম কয়েকটা লাল গোলাপ।
ত্রিশূলের পরিবর্তে চাপাতি কে
কনডম পরানো হোক,
চেয়েছিলাম উত্তর মেরুর
শেষ সীমানা পর্যন্ত মানুষের সয়লাব,
জন্মনিয়ন্ত্রণের থেকে এখন
নিরাপদ মৃত্যুর বড় দরকার।
আমি হয়তো খুব
তারাতাড়ি চলে যাবো
এ জন্যেই এতো আয়োজন
এতো এতো শান্তির সংলাপ,
আমার সহযাত্রী হিসেবে
কারো প্রেমিকার ফেলে দেয়া
ভ্রূণটাও যেন হয়না
কোন দেশের পরমানু পরিক্ষার শিকার।

__খুব তারাতাড়ি চলে যাবো
১৯-০৪-১৭