ঈশ্বর ছুটি নিয়েছেন
ঈশ্বরীয় ক্ষমতা মানুষের হাতে
চল হেটে আসি
খোঁজ নিয়ে আসি ঈশ্বরের
কোথায় আছেন কেমন আছেন তিনি।
লাল রক্তে পাখির পালকে
লাশের গায়ে আতর হয়ে
কেমন আছেন তিনি।
চল খোঁজ নিয়ে আসি
আটাশ মাসের দেবির যোনীতে
মা মেয়ের ন্যাড়া মাথায়
দেখি ঈশ্বরের দেখা পাওয়া যায় না কি।
চল হেটে আসি খোঁজ নিয়ে আসি
কোথায় হারালেন মহামান্য ঈশ্বর
পাট ক্ষেত ধান ক্ষেত মাড়িয়ে
সর্বনাশী নদীর স্রোতে।
হে ঈশ্বর আপনি কোথায় আছেন?
ভিখারির ঝুলিতে চালের সাথে?
কবি'র থলেতে কবিতার পঙক্তি হয়ে
হয়তো আছেন বেঁচে টেছে।
আপনার দীর্ঘায়ু কামনায় ঈশ্বর
অন্ধ ধার্মিকের ভয়াল মগজ ছেড়ে আসুন
মনুষ্য ধার্মিকের শুদ্ধ মননে
তাঁকে দেখলেই যেন আমি আপনাকে দেখি।
ঈশ্বর আপনি মহান
কাগজে মোড়ানো সদ্যজাত শিশু হোন
অথবা একজন মমতাময়ী মা
কিংবা চাপাতির আঘাতে রক্তাক্ত সন্তান।
দয়া করে কিছু একটা হোন ঈশ্বর
আমার বড্ড ইচ্ছে করে আপনাকে দেখতে
ক্লান্ত হয়ে গেছি প্রার্থনায় খোঁজতে খোঁজতে
আমি যে নরাধম;আমি যে নশ্বর।

___ঈশ্বর