আমি এখানে দাঁড়িয়ে থাকি
পথের শুরু এখান থেকেই
কষ্টে পোড়া হিমালয় সম
দেহ বয়ে বেড়াতে বড্ড
অনীহা হয় আজকাল।
ইচ্ছে হয় সামান্য কিচ্ছুক্ষণ জিরোতে
আমার মূল্যহীন ইচ্ছেরা
ঘুমিয়ে পরে কষ্টের নরম তুলোয়।
তোমাকে দেখার অতৃপ্ত আকাঙ্ক্ষা
মন বিষিয়ে তোলে বলে
রাত আরেকটু গভীর হউক
নেড়ি কুকুর একসঙ্গে ডেকে উঠুক
শিয়ালেরা হাঁকডাক শুরু করুক উচ্চস্বরে।
বাঁদুর বের হয়ে আসুক অরণ্য ছেড়ে
তখন তুমি কষ্টে সৃষ্ট লীন রঙের
দড়িতে ফাঁস নিও।
প্রিয়তমার মুখ দেখতে না পারার
বেদনা নিয়ে দাঁড়িয়ে থাকা নিম গাছে
আমি ঝুলে পড়ি; মুষল ধারে বৃষ্টি হয়
সারা গা ভিজিয়ে দেয়।
তোমাকে ছোঁয়া ডান হাতের পাঁচ আঙুল ছাড়া
আমার সব পাপ ধুয়ে মুছে যায়
শুধু তোমাকে ছোঁয়ার পূণ্য টুকু
আমার হয়ে আছে বহু উপকারী
তিক্ত স্বাদের নিম গাছের ডালে।
তোমায় ধরে যে পূণ্য অর্জন করেছি
তার সবটুকু রস নিম গাছ কে দিয়ে
পরের জন্মে ছোট ছোট পাতার নিম গাছ হবো
আমি দাঁড়িয়ে থাকবো পথের শুরুতে
হিমালয় সম কষ্টে পোড়া মানুষ কে ছায়া দিতে।
___আমি অথবা নিম গাছ
৩১-০৭-১৭
সিলেট।