স্বামী স্ত্রী, সুখে দুঃখে সঙ্গী
এক সাথে চলে খুনসুটি
জীবন চলার এক অনুভূতি
দুইয়ে মিলে একটা পৃথিবী,
সময়ের সাথে সাথে, বড় হতে চায় গন্ডি
একটা সন্তান যেন এখন অতি দরকারী।
পাওয়া, না পাওয়া
সবই, সবার অজানা
হয় সময়ে অথবা অসময়ে
হতে পারে হারাতে
দিয়েও, যদি সে যায় নিয়ে
থাকতে হতে পারে স্বপ্ন দুঃস্বপ্নের মাঝে,
সময়ের অপেক্ষাতে
সবই যখন দয়ালের হাতে।
মর্জি যদি না হয় তার
কত কবিরাজ, কত ডাক্তার
মতামত দেয় যার যার।
যদি থাকে টাকা পয়সা
দেশ বিদেশ বাদ যায় না
বাদ পড়ে না, পীর ফকিরের আস্তানা
ক্ষণিকের উত্তেজনা হয়ে যায় তিতা
যদি না আসে রহমতের মিঠা।
সন্তান যখন আসে না
সম্পর্কের বাধ যেন থাকে না।
সন্তান যখন আসে
সংসার আলো করে
জীবন যেন ভরে যায় সুখে।
মারুফ হাসান
১২/০৬/২০২১