তুমি করলে ফুল
আমি করলে ভুল।
বিচার সালিশ যাই হোক
রায় তোমার
কিছুই নাই আমার।
তোমার বেলায় পর পর বছর বছর
আমার বেলায় পার হয়ে যায় বছরের পর বছর।
তোমার হলে কষ্ট
আমার হলে তা নষ্ট।
তুমি যাই কর তাই আলো
আমি যাই করি তাই কালো।
তুমি পেলে অর্থ
আমি পেলে অনর্থ।
তোমার বেলায় মুদ্রাস্ফীতি
আমার বেলায় চন্দ্র তিথি।
তুমি করলে চুল চেরা
আমি বললে মুখ কালা।
এরই নাম স্বার্থ,
যার কারণে আজ সবাই ব্যর্থ।
মারুফ হাসান
০৭/০৫/২০২১