এই হিমশীতল নগরী সাইবেরিয়াতে, রেখেছি যত্ন করে
তুষার ঝড়ের মাঝে, হিম ঠান্ডায় জ্বলে নিভু ভিভু করে
বহমান নদীর তলদেশে
যেখানে সবকিছু থমকে গেছে বহমান স্রোতের সাথে
বাতাসের ছায়া নির্বাক হয়ে লুকিয়ে আছে পাতার ফাকে
প্রতি পদক্ষেপে কেঁপে উঠে, মায়ার টানে বাধার বাকে
বেহালা বাজে বেহায়া সুরে
দিনের আকাশ শুভ্র সাদা যেখানে
খুঁজে পাইনা চাঁদ তারা ধুসর রাতে মাথার উপরে
চোখের তারায় দিগন্ত যেখানে দিশা হারায়ে
চলেছে জীবন সামনে বা পেছনে
কেউবা টানছে আমাকে নিজের কাছে
হয় স্বার্থে, না হয় ব্যর্থতাতে
জয়ের পথে সবাই যেন একাই যাবে
নিজের অস্তিত্ব হারিয়ে জ্বলছি আমি রক্তাত্ত লাভা হয়ে
চারিপাশে আমার ছায়া দাউদাউ করে জ্বলছে
আমারই মাঝে।
মারুফ হাসান
২৮/০১/২০২২