গুণে গুণে ভবপুর জীবনে
নিপুন অভিনয়ে, চলেছি পথে
যখন যেমন প্রয়োজনে অপ্রয়োজনে
বদলাই ক্ষণে ক্ষণে।
আলো আমি
আমার আলোয় ভুবোন ভরি
আমি ছাড়া সবাই বাকী
কাজের ফাকে, আমিই শুধু কাজী
বাকী সবাই পাজী, দেয় শুধু ফাঁকি
সুযোগে পেলেই অভিযোগের বাক্স খুলি
যার নামে যেমন ইচ্ছে বলি
দোষে দোষে অনুযোগে
বলে বলে অভিযোগে
করেছি নষ্ট সবাইকে
সাদা শুভ্র একা আমি যে
দাগ নাই আমাতে
যাব আমি জান্নাতে
ভালবাসিনি কখনও তোমাকে
শত্রুই ভেবেছি অপ্রয়োজনে
প্রয়োজনে চলেছি বন্ধু বানিয়ে
স্বার্থের লেজে গোবরে
সবই রেখেছি আমারই হাঁতে
অভিযোগে অনুযোগে
দলে দলে মানুষ যাচ্ছে চলে
একা হয়ে যেতে হবে
যাতা কলে পড়ে।
মারুফ হাসান
১৩/০৬/২১