জীবনের পথে, বাকে বাকে
ঝাকে ঝাকে ফাঁদ পাতা আছে
সফলতাকে অন্তরাল করে।
তারই মাঝে নিজে নিজে
মনে মনে ভাব সামনে
কিভাবে যাবো?
শুধু মনে রেখ
পিছিয়ে পরতে পার,
শুধু ভয় পেওনা,
দুর্বল হয়ে যেতে পার,
ভেঙ্গে পড় না।
শুধু মনে রেখ,
শক্তি ফুরিয়ে যেতে পারে
পথ নয়, ধৈর্য নয়
দিশা হারিয়ে যেতে পারে
দিশারী নয়
সব পাওয়া মানেই
জয় নয়
চুপ থাকা মানেই
মেনে নেওয়া নয়,
ঠকে যাওয়া মানেই
শেষ হওয়া নয়,
সবল হওয়া মানেই
ভাগ্যসুপ্রসন্ন নয়
সব পরাজয় ব্যর্থতা নয়
নয় সব জয় যেমন বিজয়।
ব্যর্থতা হতে নিও শিক্ষা
প্রতিদ্বন্দ্বী হতে নিও শক্তি
বন্ধু হতে নিও প্রেরণা
শুধু নিজেকে জাগিয়ে রেখ
জ্ঞানের অনুবলে, তবেই
তুমি অদম্য, তুমি শ্রেষ্ঠ
তুমি লক্ষ ভ্রষ্টা
তবেই তুমিই বিজয়ী, সফলতার মুর্তি।
শেষ হাসি তোমারই।
মারুফ হাসান
০৫/০৪/২০২০
যদি ভাল লাগে নীচে মতামত দিন