আমি একটা মোমবাতি, নাই আমার সুতলি
হাতের কাছে নাই আমার গুটলি
আলো নাই আমার, মোম দানিতে বসে আমি
পরিপূর্ণ মোমবাতি।
সবাই দেখে মোরে দিনের আলোতে
তাইতো আমি এক পায় দাড়িয়ে
মাথা উচু করে, মোম দানিতে
ভয়ে থাকি কখন যেন পড়তে হয় আধারের মাঝে।
আসে পাশে মোমবাতি দেখলে
সুযোগ বুঝে সুতো দেই খুলে
আলো যেন জ্বালতে না পারে ।
আধার এলে আমার কি
বিপদে তো শুধু তুমি
কেনার আগে দেখনি
আমি নই মোমবাতি।
আমিও ভাবিনি
আধার আসবে নিয়ে তরী
চলে যাবে নিয়ে আমার মোম দানী।
মারুফ হাসান
৫/০৬/২০২১