সকালে ঘুম থেকে উঠে, চশমাটা পরে
মুঠোফোনে দেখি নতুন খবর এল নাকি
খবরের বাকে একবার ইন্না-লিল্লাহ পড়ি
বেলা গড়ালে আরও পড়ি কয়েক বার ইন্না-লিল্লাহ
কেউ বা আপন, কেউ বা পর
কেউ যাচ্ছে কবরে, কেউ বা শ্মশানে
শুধু আমি পন করেছি যাবনা বলে
গর্ব ভাড়া বুকে, নিজের টাকায় চলি আমি
আমি তো অনেক জ্ঞানী, ডিগ্রি আছে আমার ভুড়ি ভুড়ি
নিজের পাকা চুলটা কলোপ করি, আমি যে আমিই
এত ক্ষমতা আমার, পারিনা শুধু ফিরিয়ে আনতে যৌবন আমার
সমাজে প্রতিষ্ঠিত আমি, যাকে তাকে তুই তোকারি করি
মাস গেলে মসজিদে, মাদ্রাসায় দেই টাকা কারি কারি
পাছে লোকে কি বলে, আমার তাতে কি
আমিতো প্রতিষ্ঠিত বাংলাদেশি, সম্মান প্রতিপত্তি
আমি তো বাতাসে ভাসি, আমার আছে কিছু তোষামোদি
কথায় কথায় শুধুই যে আমি, আমি ছাড়া নেই কিছু
অহংকার আমার বংশ পরিচয়ে, আমার নিজের পরিচয়ে
শুধু আমি পণ করেছি যাবনা কবরে
মৃত্যুকে দেব ফাকি, অমর নাকি আমি?
মারুফ হাসান
২৩/০৪/২১