লুপ্ত জীবনে হয়ে আছি সুপ্ত
হতে চাইনি আমি ধুর্ত
তোমার প্রেমেতে আমি মত্ত
পাশে থাকলে হই আমি আপ্লূত
ছিলাম গুপ্ত, হয়েছি প্রকাশিত
সীমা রেখা হারিয়ে আজ আমি তারিত
খুজে ফিরি আমার অস্তিত্ব
সমাধি যেখানে ব্যস্ত
চলমান জীবনে হতে চাই শান্ত
দুর্বোধ্য ভালবাসা বড় অবাধ্য
নিজেকে নিয়ন্ত্রণ অসাধ্য
তুমি থাকলেই আমি প্রশান্ত
যেন এক পশলা বৃষ্টি স্নাত
গীটারের ছন্দে নন্দিত
মস্ত মনে আনন্দিত
আবেগ মিলে আছে ছন্দে দ্বন্দ্বে
তুমি থাকলেই পাশে
রাজাধিরাজ আমি এই জীবনে।

মারুফ হাসান
৪-২-২২