কথা হল, কথা তা না
কথা হল কথা,
কত না বলা কথা,
মনে যমাট ব্যাথা
সম্পর্ক হল বোঝা।
কত বলা কথা,
আহত করিল আপনা
দিলে দিল ব্যাথা,
কথা হল, কথা তা না
কথার মালা দিয়ে গথা
কবির কবিতা
কথার পিঠে কথা চাপিয়ে,
গল্পকারের গল্প
এ হল কথা,
সময় থাকতে বল কথা
ভালবাসার কথা
ভাললাগার কথা
ভুলের কথা
লুকাইয়া না কথা
মিলিবেনা মনের সান্তনা
কন্ঠ আছে দিয়াছে বিধাতা
কথা তাই বলে যা
সাধনাতেও লাগে কথা
অনুপ্রনাতে, সমাজের কল্যাণে
সংসারের সং এ
কর্মশালার আলাপচারিতাতে।
কথা আর কন্ঠ
ছাড়া কি মুই বেচিবু
কথা হল, কথা তা না
কথার আছে মস্ত ক্ষমতা,
কষ্ট দেওয়া যায়
মনও ভোলান যায়
তোমার কন্ঠ তোমার কথা
তুমিই জান কি বা করা?
হয়ে রবে স্মৃতি
নয়ত খাবে গালি
হয়ত সামনে, নয়ত আড়ালে
কথা হল, কথা তা না।
মারুফ হাসান
১২/০৪/২০২০
ভাললাগলে মতামত জানাতে ভুলবেন না