রাস্তা আছে,সামনে যেতে হবে
ভিড়ের মাঝে আমিও চলি, চলতে হবে
হারিয়ে যাই, সস্তা রাস্তার বাকে
রাস্তা টা ভোরে গেছে খানা খন্দে,
গিয়েছেন যারা আগে তাদের কল্যাণে
চড়াই-উতরাই পার করতে করতে
কষ্টের যন্ত্রণায় ব্যথা জমে বুকে
ভাষা নাই প্রকাশের তরে
জোর নেই কণ্ঠে  
বলল কথা কার বিরুদ্ধে
অভিযোগ দিব কার কাছে
অন্তরালে, আমি হারিয়ে যাই পাছে
সবাই আজ মুখ বুজে
সভা আছে সমিতি আছে
মিছিল নাই প্রতিবাদে
সবাই ব্যস্ত রাস্তা খুরে
প্রাসাদ বানাতে নিজের তরে
যায় অর্থ রাষ্ট্রের কোষাগার থেকে
তুমি আমি ব্যস্ত জীবন গড়তে
দেশ পড়ে থাকে পেছনে
দশ হারিয়ে যায় ক্ষুধার ভীরে
শুধু প্রতিবাদের প্রতিভা হারিয়ে
জীবন জীবিকার ভয়ে
সমস্ত প্রতিবাদ ঠায় দাঁড়িয়ে বুকের পাঁজরে
অপেক্ষা সময় আর সাহসে
কবে গর্জে উঠবে
কে???

মারুফ হাসান
৬/০৫/২০২০