সাম্যের পৃথিবীতে সবাই আমরা আলাদা
থাকি আমরা একা একা
বাচতে চাই শুধু নিজে
ভালবাসি শুধু নিজেকে
বেছে থাকবো শুধু আমি আর আমিত্ব।
আমি চাই শুধু চাই
আমার আছে টাকা কারি কারি
তবুও আরো কিছু চাই
খাবার আছে তবুও আরো চাই
বাচতেও চাই, তাইতো আমি প্রস্তুত
নিয়া সবকিছু, আমার যে টাকা আছে
আমি চাই শুধু চাই
কিছু খাবার, কিছু কাপড়
কিছু শিক্ষা, কিছু ভালবাসা
বাচতে চাই, তবে তোমাদের নিয়ে
ভালবাসা চাই, তবে সবার
আমিও বাচতে চাই, কিন্তু আমি প্রস্তুত নই
আমার যে কর্ম ছাড়া, কিছু নাই।
সাম্যের পৃথিবীতে,
শুধু সাম্যের অভাব মেটাতে
আজ পৃথিবীতে covid-19 এলো
তবুও ধনিরা, আমি যে শুধু আমার
আর গরিবা, বেচে থাকার তাগিদে আমি যে শুধু আমার
মধ্যবিত্ত, আমি যে পরিবারের আর অফিসের
শুধু নাই আমি আমার মাঝে।
মারুফ হাসান
২৫/০৩/২০২০, মহাখালি
আমার লেখা কবিতা পড়তে চাইলে নীচের লিং এ ক্লিক করতে পারেন
https://refreshmentoflife.blogspot.com