চুপ থেকে হারিয়েছি ভাষা
ভুলে গেছি কলম ধরা
কন্ঠে আমার জমেছে ধুলা
জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা
সংসারের পাথরে আটকে গেছে পা
এখন আর আমি নিজেকে চিনিনা
আমার হারিয়েছি রক্তের উন্মাদনা
মুগ্ধ হয়ে ভুলেগেছি কান্না
খুজে ফিরি আমার ধৈর্যের ঠিকানা
ভয়ে ভয়েই আমার পথ চলা
নিরবে নির্ভৃতে বেচে থাকা
হয়েছি এক অভাগা
একবুক আগুন আছে ঢাকা
আর দিওনা বাধা
আমি কিন্তু কালপুরুষ না
আমি একজন কাপুরষ।
মারুফ
২রা আগষ্ট ২০২৪