আমি যখন কবরে
থাকব না কোন খবরে
কেউ মনে করবে না গল্পে স্মরণে
নিথর দেহ পড়ে রবে
মাটির ঘরে অন্ধকারে
বাশের মাঝে হয়ত যাবে পচে
বাশেরও আগে
যদি না আজ থাকি জিকিরে ফিকিরে
চলে যেতে হবে
নির্ধারিত সময়ে অযাচিত ভাবে ।

আমি যখন কবরে
থাকব না কোন খবরে
কেউ খুশিতে কেউ বা দুঃখে
ভাববে আমাকে নিয়ে
দুদিন গেলে সময় ফুরিয়ে যাবে
ভুলে যাবে আমাকে
পড়ে থাকব আমি একা মাটির ঘরে।

আমি যখন কবরে
থাকব না কোন খবরে
থাকবো না আমি কারো আমলে
বেহেস্ত দোজখ  আমারই হাতে
কি নিয়ে যাব কবরে
ভাবতে হবে আমাকে
সেই মত কাজ আজই করতে হবে।

আমি যখন কবরে
থাকব না কোন খবরে
দোয়া বা বদ দোয়াতে
সবই আমার হাতে
আমার কর্মে স্বিক্ত হবে
অন্যের হৃদয়
ভালবাসা তে বা ঘৃণাতে।

আমি যখন কবরে
থাকব না কোন খবরে
তাই সব কাজে
আজই থাকতে হবে এগিয়ে
তৈরি করতে হবে
মাটির করবটাকে।

মারুফ হাসান
২০/৫/২০২১