আমি একটা ছেছড়া
ছেলের প্রেমে পড়িয়া
যদি যাইতে হয় অকালে
তাহাতে নিরুপায়  মরিয়া
তবুও যাবো না আমি
তাহাকে একা  ছাড়িয়া
যদি তাহাতেও দিতে
হয় আমার অমুল্য প্রান
তোমারা লিখে রেখো
ইতিহাসের পাতায় সেটাই
আমার সর্বকালের শ্রেস্ঠ দান
যদি হতে হয় আমায় বলি
সেটাই হবে আমার নিরন্তন
কাব্যের নির্জন শেষ কালি