বুকের রক্তে বর্ণমালা,শব্দহীন প্রতিবাদের ভাষা,
পদ্ম পাতার জলে টলমল মানুষের আশা।
রাঘববোয়াল দাপিয়ে বেড়ায়, ছিঁচকের দণ্ড সশ্রম।
বৃদ্ধ মায়ের ঠিকানা নচিকেতার বৃদ্ধাশ্রম।
স্বার্থের লোভে বিবেক অন্ধ,ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব।
রাজারনীতি রাজনীতিতে গলিত লাশের গন্ধ।
রঙিন দুনিয়া, রঙের দুনিয়া, মাতাল নানান ঢং গে,
দম ফুরাইলে পণ্ড সবই, যাবে কি বল সংগে।
ষোল কোটি লোকের দেশে মানুষ কজন আছে,
মূল্যবোধই মূল্যহীন হায়েনা দের কাছে।
মানচিত্রের পরতে পরতে যাদের অবদান,
তবে কি বৃথাই যাবে, তাদের বলিদান।
তবুও ভালোবাসা লাল সবুজের পতাকায়,
বেচে থাকা কোন এক সোনালী ভোরের আশায়।