ঝাপসা হচ্ছে চোখের দৃষ্টি, চুলে ধরেছে পাক,
অসময়ে সময়ের ভুল গুলো খাচ্ছে ঘুরপাক।
জটিল সব অংক গুলো মিলছে না আর,
সব কিছুই অচেনা লাগে একি আজব কারবার।
ভুলের মাশুল হচ্ছে দিতে হিসেব কষে কষে,
চাইলেই কি বদলে যায় সব নিমিষে।
শত ব্যস্ততায়ও নিজেকে লাগছে ভিষণ একা,
জনম ভরে ঘুরেও পাইনি আপনার দেখা।
অপ্রাপ্তি আর অপূর্ণতায় হৃদয় করছে হাহাকার,
যদি ফিরে পাইতাম সময়কে আর একবার।
অনেক দায়ের বোঝা মাথায়, লাগছে অনেক ভারী,
জানিনা কখন জানি দিতে হবে পারি।