ও মন তুই মানুষ হবি কবে,
শুন্য হাতে ছাড়বি ধরা সবই পরে রবে।
আপন আপন করলি সদা,গড়লি ভুলের পাহাড় ,
রঙ্গিন আলোয় দেখলি জগত,করলি জীবন পার।
সত্য চির সুন্দর পথে দিলি কাটা তারের বেড়া,
মিথ্যের মায়াজালে জড়াই রইলি আগাগোড়া।
কিসের আশায়, কিসের নেশায় হইলি মাতোয়ারা,
দমের গাড়ির তেল ফুরাইলে হইবি দিশেহারা।
জটিল কুটিল সমীকরণ করলি জনমভর,
অসময়ে সবই ফাঁকা, সবই হবে পর।
অহমিকা অহংকারে বুদ হয়ে আছিস,
কার দয়াতে বাচামরা একবার শুধু ভাবিস।
মানুষ হইয়া জন্ম নিলেই মানুষ হওয়া যায়না,
মনুষ্যত্বহীন কখনো রবের দয়া পায়না।