যদি চাও করতে স্রস্টার সন্তস্টি অর্জন,
আমার আমিকে দাও বিসর্জন।
বনের পশু নয়, মনের পশুকে দাও কোরবানি,
মিলবে মুক্তি, নাজাত দিবে দয়াময় সর্বজ্ঞানী।
পশুত প্রতীক মাত্র,রব দেখে অন্তর,
সরল পথে চালিত হও, লাগবে না কোন মন্তর।
লৌকিকতা লোকাচার কি হেতু বয়ে আনে,
কেবলই বারায় শ্রেনী বৈষম্য, কি তার মানে।
মানবের তরে রচিও জীবন, প্রশান্তি পাবে মনে,
দূর হবে সব পঙ্কিলতা, সুভাসিত হবে জনে জনে।
যা কিছু মঙ্গল, চির কল্যাণকর, শান্তির পয়গাম,
একই সুরে গাইব মোরা সাম্যের জয়গান।