এই বিবর্ণ পৃথিবীতে নিজেকে লাগছে ভিষণ একা,
যেন কালবৈশাখী ঝরের শেষে বিধ্বস্ত পরে থাকা।
ক্ষনে ক্ষনে কাদায় স্মৃতিরা মূর্ত আর্তনাদে,
জ্বলে পুরে ছারখার সব তোর দুচোখের অবসাদে।
বেদনায় নীল নীলাকাশ করছে হাহাকার,
বুকের ভিতর ভাঙ্গছে হৃদয় ভেঙে সব চুরমার।
ভুলেও কখনো ভাবিনি দুটি পথ দুদিকে যাবে,
ভাবিনি আমার হৃৎস্পন্দন আমার অচেনা হবে।
নিমিষেই শেষ হয়ে গেল সব , তোকে হারিয়ে ফেলেছি আমি,
ধিকি ধিকি জ্বলছে অনল, এই দূঃখটা অনেক দামী।
নির্দয় পৃথিবীতে অনেক শক্ত বাধন ছিল,
হল নিয়তির জয়,সেই বন্ধন ছিরে গেল।
না পাওয়াই যদি নিয়তি তবে বিধি কেন দিয়েছ মন,
যন্ত্রণার সব টুকু ক্ষত নিয়ে তোকেই খুঁজব সারা জীবন।