বাবা আজ তোমায় খুব মনে পরছে,
বুকের ভিতর গুমট কান্না অশ্রু হয়ে ঝরছে।
কতদিন দেখিনা, বাবা তুমি কোথায়,
রিক্ত আমি,তুমি হিনা বড় অসহায়।
প্রখর রোদে শীতল ছায়া বটবৃক্ষ যেমন,
মমতা দিয়ে আগলে রাখা তুমি ছিলে তেমন।
বলে নাত কেউ তোমার মত, ওরে খোকা কাছে আয়,
স্নেহের পরশ ছরিয়ে যেত আমার সারা গায়।
আজ আমিও বাবা, তোমার মত আমারও আছে ছেলে,
মনে হলেই কান্না আসে, চোখ ভরে যায় জলে।
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি ছগিরা,
হে রব ক্ষমা কর বাবার গুনা, হউক যতই কবিরা।
জান্নাতের উঁচু মাকাম দান কর বাবাকে,
সবই তুমি (আল্লাহ) দিতে পার, যখন ইচ্ছে যাকে।