এমন একটা পৃথিবী চেয়েছি যেখানে, আমির কোন অস্তিত্ব নেই, পুরাটাই আমরা।
এমন একটা পৃথিবী চেয়েছি যেখানে,
মিলেমিশে রব মোরা, কভু নাহি হব বাধন হারা।
এমন একটা পৃথিবী চেয়েছি যেখানে,
শীত গ্রীস্মেও বসন্তের হাওয়া বয়ে যায় অবিরত।
এমন একটা পৃথিবী চেয়েছি যেখানে,
ন্যায়নীতি, মানবিকতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ সদা জাগ্রত।
এমন একটা পৃথিবী চেয়েছি যেখানে, সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা অবলিলায় ভাগাভাগি করা যায়।
এমন একটা পৃথিবী চেয়েছি যেখানে,
বিপদে আপদে সংকায় সংকটে ছায়ার মত পাশে পাওয়া যায়।
এমন একটা পৃথিবী চেয়েছি যেখানে,
অটুট বন্ধনে একতা ঐক্যের মিছাল গরা যায়।
আর তা হল আমরা ৯৩ গৌরীপুর
বন্ধুত্বের বন্ধনে গড়া তাল লয় সুর।