কত স্মৃতি জমেছে মনের বাক্সে
বৃষ্টির প্রাণপণে আমুক আমেজে
ভিজছি একা তোমার অনুভবে
কত আকুলতার তিরত্ন ভবগাহে
এসো কি তব জীবনের কলতানে
ধুঁয়ে মুছে বাতাসের কর্ণপাতে
কেন দেখছি পাতায় জমা শিশিরে?
দেখনি কবু উড়ে আসা ফোঁটাতে
বৃষ্টি কি মনে করিয়ে দেয় অতীতে?
এইতো সেদিন বৃষ্টিতে ভিজবো বলে
কত শত আলাপন আমি তুমিতে
আজ কেন বাহানায় কত দূরে
শুনো, আজ বৃষ্টি নেমেছে-
নিরব এই প্রভাত মুহূর্তে
পুরানো স্মৃতি কি মুছে যাবে
বৃষ্টির ফোঁটায় অনিমেষ মিশে?
আজ আমি দূরে দাঁড়িয়ে
অনুভবে খুঁজছি বৃষ্টির মাঝে
ভিজতে ভিজতে গড়িয়ে পড়া বিরহে
হয়তো দেখা হবে বৃষ্টির সাথে।