তুমি কি সেই হারিয়ে যাওয়া প্রিয়তমা?
যার অপেক্ষায় কাটতো আমার প্রহর।
তুমি কি সেই নিরবধির নিরুপমা?
যাকে এক পলক দেখবো বলে রয় অস্থির।
তুমিই তো সেই, যাকে মায়াবী লাগতো।
কেন আজ হলে তুমি দূর দেশবাসী?
ছিল না এক জ্বলক ভালোবাসার বহিঃপ্রকাশ?
মায়াবিনী, তোমার চাহনি আজো বুক ছিঁড়ে
শুধু নেই আগের মতো কোমল হৃদয়ের গান।
পাষাণ দেহে তবুও মাঝে মাঝে স্বপ্নে কথা বলি।
তোমার সেই রূপবতী চেহারা মনে পড়লে,
অজ্ঞাত মনে কপট ভিজে যায় অশ্রজলে।
যে চোখ দেখে বুঝতো অন্তরের কষ্টগুলো
হাতে হাত রেখে বলতো, "আমি তো আছি!"
তবুও তোমাকে হারানোর ভয় ছিল সদা।
কেন তুমি ফিরিয়ে নিলে সে কথা?