শততক কবিতায় তোমাকে আঁকলে রাখি
নিয়মের কল্পনায় তোমার স্বপ্ন বুনি
জীবনের অকাতরে তোমাকে ভাবি
ব্যস্ততার আড়ালে তোমার আশা করি
কি সুধাময়ী আরাধনায় মেখেছ তুমি
কত বৈচিত্র্যতায় রঙের আঁকিবুঁকি
স্মৃতির বিলাপের দুঃখের সুর তুলি
তব উন্মাদনায় নিয়মের পরিনতি
আলাপচারিতা বন্ধ হলো আরো কত কি?
কতদিন দেখা হয় না কি এই নিয়তি?
বিষন্নতার কথোপকথন নিজ বৈকি
কর্ণকহ উৎপাতা বিচ্ছেদ মাখি
সরল স্বপ্ন দুর্বার নিরাশার মালা সাজি
আশার প্রজ্বলন তুমি নামক প্রিয়ন্তি
কাছের পাবার ব্যর্থ বাসা এই আকুতি
মিনতি আর নিয়তি মিলবন্ধনে তুমি