একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কোন শব্দ হবে না
পড়ে রব লাশ হয়ে, ডাকবে স্থায়ী ঠিকানা
আশেপাশে স্বজনদের সাথে কিছু শুভাকাঙ্ক্ষীর আর্তনাদ
হয়তো শুনতে পাবো, কিন্তু বলতে পারবো না এবার থাম
বলবো না, আর কেঁদো না; ভুল গুলো যেন ক্ষমা করে
চলার পথে ভুল গুলো কেউ যেন দোষ না ধরে
সাজানো হবে পালকি, আজান বিহীন নামাজ
তাড়াতাড়ি শেষ করো কবরের যত কাজ
আবছা শব্দে লোকজন মিছে হাসিতে বলে উঠবে
লোকটা কেমন ছিল? অনেক ভালো ছিল বটে।
ছিলাম আমি অমুক তমুক, মুহূর্তেই লাশ
কত নামযশ খ্যাতি নিঃশ্বাস নাই তো সর্বনাশ
আরও কত লোকে চিনবে নতুন করে
আমি ছিলাম তোমাদের মাঝে কিছু সময় ধরে
তাং-২৪-০৯-২০২২