আমার কবিতা লিখা হয় না আগের মতো,
আজ আমি বড্ড চুপচাপ, যেন নিরব।
কখনো দু'কথার জবাব দিব ইচ্ছা করে না,
একাকীত্ব নয় বরং সময়ের আলপনায়।
আমি জোর হারিয়েছি হেরে যাওয়ার মতো,
জিততে চাওয়ার প্রবণতায় নয় শুধু স্বপ্ন
আঁকলে ধরে বেঁচে থাকা; রঙিন ধরণীতে।
আমি কবিতার শব্দ হারিয়ে ফেলছি আবার,
নাকি রঙ্গমঞ্চের অজুহাতে ইচ্ছা হারিয়েছি,
স্বপ্ন আর বাস্তবতা দূর করেছে কবির ইচ্ছা-
সমাধি কবিতার প্রতিটি বর্ণমালার।
সম্পর্ক আর বন্ধুত্ব কোথায় গেল আজ?
কোথায় খুঁজি আমি স্বপ্ন দেখার প্রিয়সি?
একা নয় আমি জীবনের পথে নির্জন;
কোন পথিক হয়ে দিলাম কবিতার সমাধি।
সময়-স্বপ্ন বিসর্জন, তাহার বিয়োজন;
আমি তো কবি নয় বরং কবিতার শব্দ;
কবিতার ভাষা শুধু হারিয়েছি বিলাপে;
আবার কি লিখা হবে কবিতার বিপাকে?
কবির প্রয়োজন দুঃখ তবু কবিতার সমাধি।