পথ প্রান্তর উজাড় করে খুঁজছি
খুঁজি নজরুলের মতো সাম্যবাদী
পাই না কোথাও যে বেঁচেছে ভোগী
পেলাম রবিঠাকুরের মতো প্রেম কবি
ঝংকার তুলে যদি কেউ দিতো ডাক
সুকান্তের মতো বলতো যদি ফারাক
আঠারোর যত দুঃস্বপ্ন নিপাত যাক
গর্জে উঠুক ভেঙ্গে যত বয়সের বাঁধ
তল্লাশি যত সুস্থ মস্তিষ্কের গুণীজনে
শহর ঘুরে হুমায়ুনের মোল্লা হুজুকে
প্রেম খুঁজি পথে প্রান্তরে গ্রামে শহরে
জীবনানন্দের মতো উজার হৃদয়ে
বিরহ কথা কত লেখেছে কত লোকে
পা চাঠা কত জনে কত কি গেয়েছে
মাইকেল হারানো প্রেম কপোতাক্ষে ফেরে
জসিমের গ্রামবাংলা শহরে কি পাবে?
বাঙালীর ঐতিহ্য ধুলোয় মিশে সংস্কৃতি
গুণী আর সাধুজনে কোথায় আছে বাঁচি?
আধুনিকতার কবলে যতসব অপকীর্তি
রুদ্র-শামসুর-মাহমুদ আজ কেন ইতি?
আজ জীবন বিপর্যয় মিশেছে রাক্ষসে
নরক বানিয়ে চুপটি মেরে ভোগবিলাসে
এ যেন উদ্ভট উটের পিঠে চলছি স্বদেশে
গন্তব্যহীন অন্তিম যাত্রায় আশার নিরাশে