ইন্ডিয়ার আছে আইসিসি,
বাংলার আছে মিরপুর।
নেপালের ছলনায়,
দর্শক হতাশায় ভরপুর।

জেগে উঠো বাংলাদেশ
স্লোগান শুনার আছে কে?
সাকিব-ফিজ-মুশি আর সবি
অবহেলা এত কিসে?


তোমরা খেলো ২২ গজে,
দূরের ওই মরুভূমিতে।
এখানেতে কোটি লোক,
বসে রইলো একরাশ আশাতে।

বার বার নিরাশ না,
দেখাও আলোর ঝলক।
মিরপুর নয় এটা,
গর্জে উঠো বাঘের মতন।

আগের মতন হৈ-হুল্লো
চেঁচামেচির আমেশ,
ফিরে আসুক প্রতি কোণায়
তোমাদের হাতে এ দেশ।

দেখতে চাই চার-ছক্কার ঝড়
বসবো করিতে চিৎকার।
জেগে উঠো টাইগার্স,
হয়ও না আর ধিককার।

আবার নতুন করে কেঁপে উঠুক
আমাদের এই সোনার দেশ।
টাইগাররা পারে ফিরে আসতে,
দেখুক বিশ্ব আছে কত ম্যাশ।