খুঁজেছি তোমায় অসমাপ্ত আত্মজীবনী
যেখানে তোমার হাজারো কষ্ট গাঁথা।
খুঁজেছি তোমায় ধানমন্ডির ৩২ নম্বরে
যেখানে তোমার অজস্র রক্তে ভেজা।
খুঁজেছি তোমায় তোমার স্মৃতি জাদুঘরে
যেথায় আছে তোমার ব্যবহৃত জিনিস গুলি।
খুঁজেছি তোমায় বিজয় কেতনে
যেখানে তোমার কাটানো কষ্টের দিনগুলি।
খুঁজেছি তোমায় মাঠ-ঘাট পেড়িয়ে
যেখানে অরণ্যের গোধূলি।
খুঁজেছি তোমায় বাংলার মাটিতে
যেখানে উর্বর ফসলের প্রাণ খোলা হাসি।
খুঁজেছি তোমায় বাংলার জলা ভূমিতে
যেখানে নদী মাতার স্নান।
খুঁজেছি তোমায় শিল্পীর রং তুলিতে
যে গুলোর রয়েছে অন্য রকম সম্মান।
খুঁজেছি তোমায় তোমারই স্মৃতি ভাস্কর্যে
যেখানে প্রস্ফুটিত হয় হাজারো কবিতার বুলি।
খুঁজেছি তোমায় রেসকোর্স ময়দানে
যেখান থেকে আজও স্বাধীনতার ডাক শুনি।
খুঁজেছি তোমায় ত্রিশ লাখ শহীদের মাঝে
যাদের মাঝে শুধুই ত্যাগ।
খুঁজছি তোমায় ১৬ কোটি মানুষের ভীড়ে
যারা আজ বিশ্বের বুকে অনন্য এক।
খুঁজছি হাজার পথ অতিক্রম করে
খুঁজতে খুঁজতে যায় ক্লান্ত হয়ে।
অবশেষে খুঁজে ফেলাম
হে বঙ্গবন্ধু! মানুষের হৃদয়ে।