তোমার কোলে হারিয়ে যায় সব দুঃখ।
তোমার কাছে থাকলে আমি হয় যেন মুগ্ধ।
তোমার মাঝে পৃথিবীর সব ভালোবাসা।
তোমার মায়ায় বুলি আমি দুঃখের যাতনা।
আমার কষ্ট শুনে, করো তুমি আমায় উপদেশ।
আমার জন্য বুঝি তোমারো কষ্ট লাগে বেশ।
নিজে না খেয়ে খাবার দিলে আমায়।
তোমার পেটে মার তাম লাথি তাকতে যন্ত্রণায়।
সব যন্ত্রণা ভুলে যেতে ছেলের মুখ পানে তাকিয়ে।
মাগো ডাক শুনে লুকাতে কান্না শাড়ির আঁচলে।
প্রচন্ড শীতে কম্বল যখন দিতাম উল্টিয়ে।
বলতে না কিছু, ছোট ছিলাম বলে।
নিজের সুখের বিসর্জন সন্তানের তরে।
দুঃখের ভেতরে রাত্রিযাপন জীবন ভরে।
সবকিছুর ঊর্ধ্বে খোদা, তোমার স্থান দিল।
সবচেয়ে সেরা মায়াময়ী আমার মা গো।
নতুন দিনের, নতুন কিছু ছেলের তরে সঞ্চয়।
নতুনত্ব তোমায় করেনি, নিজের সুখের জ্বালাময়।
কত স্মৃতি দিয়েছো ছাপা, ছেলে হবে দশের এক।
সব দুঃখ-কষ্ট হারিয়ে, ছেলে তো মায়ের কাছে এক।
শত যন্ত্রণা তোমার দ্বারে কিছুই না।
কষ্টের বোঝা চাপিয়ে দিলেও সন্তান যেন না করে কান্না।
ছেলেকে দাও অন্ন, দাও বস্ত্র, হয় যেন বিত্তশালী।
মোনাজাতে কবু এই কথা হয় না তোমার বাকি।
তুমি বেঁচে থাকো মাগো সকল সন্তানের তরে।
আমার মাগো হোক যেন শ্রেষ্ঠ, সকল সন্তানের ঘরে।