তুমি এক ফোঁটা বৃষ্টি হও-
আমি নির্লজ্জ স্রোত হবো;
তুমি আকাশ হও-
আমি বিশালতায় মেঘদল হবো;
তুমি পাহাড় কিংবা ঝর্ণা হও-
আমি সবুজ আরণ্যে ঊর্ধ্বগামী হবো;
তুমি কবিতা হও-
আমি হবো এলোমেলো ছন্দ;
তুমি যদি হও উদার প্রেম-
আমি হবো অপেক্ষার বাধ্য পাখি;
তুমি হয়ে যাও আমার-
আমি জীবনটা পাল্টে দিবো;
একটি প্রেম তোমার-আমার
সব মিলিয়ে একটি কবিতা,
হয়তো কখনো দু-হাত বাড়িয়ে
ছুঁয়া হবে প্রেমাবেগের কল্পক ভনিতা;
এসো প্রেম লিখি, একটি প্রেম
একান্ত আমাদের নিয়ে,
তুমি আমি সব মিলে অনুরক্তি
জীবন করি রঙিন দু'জন মিলে।