তুমি মানে আমার রাতে —
হাজারো নির্ঘুম প্রহর,
তুমি মানে আমার প্রভাতে —
আশায় জাগা ভোর।
তুমি মানে আমার ঘুমে —
আমার স্বপ্নতরী,
তুমি মানে আমার মনে —
রূপশী এক পরী।
তুমি মানে আমার আকাশে —
এক পশলা বৃষ্টি,
তুমি মানে আমার চোখে —
একটু মধুর দৃষ্টি।
তুমি মানে আমার ধামে —
স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি,
তুমি মানে আমার হৃদে —
একটু মধুর স্বস্তি।
তুমি মানে আমার রাজ্যে —
রূপকথার এক রানী,
তুমি মানে আমার কথায় —
জীবন-মরণ বাণী।
তুমি মানে আমার জগতে —
আমার এ-জাহান,
তুমি মানে আমার তরে —
স্রষ্টার শ্রেষ্ঠ দান।
তুমি মানে আমার চেতনে —
সপ্তসিন্ধু-কণা,
তুমি মানে আমার প্রাণে —
মণি-মুক্তা-সোনা।
তুমি মানে আমার জীবন,
জীবনাবসান;
তুমি মানে আমার দাফন,
কবরস্থান।
পারিনি তোমায় বীরের বেশে
বলতে মনের কথা,
তবু চাই মরণকালে
তোমার কোলে রাখতে মাথা।
এই তো আশা মোর...
তোর অপেক্ষায়
পথ চেয়ে রই
নিত্য বিকেল-ভোর।
মোর অবসানে,
চিল-শকুনের বেশে
গগন পানে
আসব; আবার ভেসে—
সেদিন অশরীরী ছায়া হয়ে
এই ধরাতে এসে,
তখনও চাইব আমি
তোরেই আমার পাশে।