আনন্দের আজ জোয়ার বইছে,
তোমার বদন হেরি।
আনন্দের আজ জোয়ার বইছে,
চক্ষুজুড়ে বারি।
মাগো— তোমার আঁচলতলে,
জড়িয়ে নাও মায়ার কোলে!
তোমার খোকা এসেছে ফিরে,
তোমার আঙিনায়।
জীবনের সব বাধা চিরে,
এসেছি ঘুরে অনেক দূরে,
দেখেছি আমি প্রাচীনলীলার—
বিলীন বুক।
এসেছি দেখে, আপন চোখে,
নব্যযুগের রূপ।
হেরিতে কিঞ্চিত ব্যতী রাখিনি—
গিরি-মরু-তরু-সিন্ধু।
প্রাণ মেলে আজ তা-ও দেখেছি—
ঘাসের ডগায় বাঁধা শিশিরবিন্দু।
তোমার খোকা এসেছে ফিরে,
তোমার আঙিনায়।
জ্ঞানেগুণে পাহাড় রচেছি,
আমি জ্ঞানতরীর আজ মাঝি।
তবু তোমার পানে ছুটে এসেছি,
তোমার খোকা সাঁজি।
জগৎ মোরে প্রাণ ভরে আজ,
পুষ্পমাল্য সুধায়।
তবু— তোমার আঙিনার মতো, কোথায় আর—
শান্তি-সুধা পাই?
তোমার খোকা এসেছে ফিরে,
তোমার আঙিনায়।