শবে বরাত, শবে বরাত—
বরকতময় রাত,
সৃষ্টিকুলের প্রতি—
স্রষ্টার নিয়ামত।

আজ এ রাতে,
খোদায়ী বরকতে,
ধন্য হবে ধরা,
ধন্য হবো মোরা।

আজ এ রাত্রি জুড়ে,
খোদা তায়ালা আরশ ছেড়ে
এসে প্রথম আসমানে,
চাহেন সৃষ্টির পানে।

করুণা মাখা সুরে,
তিঁনি ডাকেন আমাদেরে—
বলেন,
"কে আছো অভাবি, পাপী? আর—
কে আছো বিপদগ্রস্ত?
তোমাদের তরে মোর
দয়াদ্বার আজ প্রশস্ত!

চাও শুধু হাত বাড়িয়ে,
আজ এ রাতটি জুড়ে।
আমি করব সবারে ক্ষমা,
দিব রিজিক,
আর বিপদে করব রক্ষা।
চাও, চাও, চাও সবে—
আমার কাছে করুণা ভিক্ষা।"

আজ এ রাতে,
করেন স্রষ্টা মহান
আগত বর্ষের নীতিনির্ধারণ।
হে মানবগণ,
কে আছো বুঝমান?
এ নীতিনির্ধারণী রাতে,
যত পারো লও ভরে দু'হাতে।
যত ধন,
আছে যত প্রয়োজন,
দুনিয়া ও আখেরাতে।

আজ নিশীথ রাত্রি জাগি,
পড়ে সেজদা তলে,
করুণা-কাঙাল ছলে,
খোদার তরে রহম মাগি।

আজ এ ক্ষমা সবার জন্য
তবে তাদের জন্য নয়, যারা—
হিংসুক আর অহংকারী,
স্বজনবিমুখ, শিরককারী।

আজ এ রাতে,
খোদার রহমতে,
দূর হবে শয়তান—
আর তাজা হবে ঈমান।