মিছে এই জীবনের গতিময়তা,
আর যত মিছেমিছি মায়া;
সবই হারাবে ফুরালে গোধূলি!
সবে মোরে যাবে ভুলি!

যবে দেহ হবে ধূলি,
পায়ে পেষা পত্র তুলি,
শ্রদ্ধাভরে আর স্মরিবে না মোরে,
ভক্তিভরে লবে না সাদরে।

তবু যত মিছেমিছি কল্পনা,
রঙ বিনে আঁকা আলপনা,
ধনী-গরিবে প্রীতির বন্ধনে
সবে গিরিশীর্ষের সন্ধানে।

ফুটলে হাসি সবার মুখে,
জাগলে ধরা নতুন রূপে,
আঁধার চিরে জাগলে প্রভাত,
সার্থক নির্ঘুম যত রাত।