ওহে আমার প্রিয়া
নিজের হাতে সাজাবো তোমায়—
হৃদয়-পুষ্প দিয়া।
আমি শিউলি ফুলের মালা গাঁথিয়া
বাঁধবো তোমার গলে,
আর শুক্লাদশীর শশী আনিয়া
পরাবো তোমার দুলে।

আপন হাতে আনমনে
তব চুলে দেব বেণী বুনে।
আলতা তোমার লাগাবো পায়ে—
হৃদয় রাঙা মোর খুনে।
বক্ষে তোমার রাখিয়া মাথা,
গান গাবো গুনগুনে।

শুভ্র তোমার ললাট-আভায়
এ পথিক হবে গো ধন্য।
তোমার মুখের আলতো চুমে,
তোমার বুকের স্পন্দনে—
হবো গো আমি ধন্য।

এমন শুধা নেই যে কোথা!
হৃদয়-রাজ্যে তোমায় ওগো,
রাখবো আমি বেঁধে।
বাঁধবো তোমায় হৃদয়-মাঝে,
রাখবো মুকুট মাথার তাজে।
তুমি হও যদি গো মোর...

তোমার চোখের গহীন পানে,
তোমার বুকের স্পন্দনে—
আসবে গো মোর ভোর।
তুমি হও যদি গো মোর।