[জুলাই বিপ্লব-২৪ এর প্রেক্ষাপটে রচিত কবিতা]
কর্ মা, কর্,
তোর ছেলেরে আজ দু'হাত ভরে বর্।
তোর ছেলে আজ যাবে-রে মা;
স্বৈরাচারীর রাজে';
ও যাবে—
বিদ্রোহীর সাজে।
ছেড়ে দে, ছেড়ে দে মা—
আজ তুই তোর ছেলের হাতখানি।
তুলে নে, তুলে নে মা—
আজ তুই তোর স্নেহের আঁচলখানি।
ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল মা—
আজ তুই তোর মায়ার বাঁধনখানি।
"তোর ছেলে আর নেই বেঁচে মা"—
যদি শুনিস কারও মুখে।
দুর্বল হয়ে পড়লে রে মা;
হাতটা রাখিস বুকে।
শোন্ মা, শোন্—
যেথায় নেই মুক্তি-রে মা,
সেথায় বাঁচে না জীবন;
যেথায় আছে মুক্তি-রে মা,
সেথায় মরে না মরণ।
বাঁচার চেয়ে মরা ভালো,
মুক্তি মেলে যেথায়।
মুক্তির দিনের মুক্ত বাতাসে,
আমি মিশব গিয়ে সেথায়।