এসেছে এ ধামে নতুন।
ধরণী তারে করেছে বরণ।
সবে মিলে বাসছে ভালো।
বাবা বললেন— "তুই উকিল হলে, বংশের মুখ হবে আলো।"
মা বললেন— "আমার ছেলে ডাক্তার হবে!
তবেই গরিব-দুঃখীরা স্বস্তিতে সেবা পাবে।"
দাদা বললেন— "এসব কথা মানি!
তবু মোর নাতিকে বানাব বিজ্ঞানী।"
কেউবা বলল— "তুই বড় হয়ে হবি এক মহান কবি।"
আফসোস!
কেউ বলল না—
"তুই আগে মানুষের মতো মানুষ হবি!"