এই ফাগুনে, তোমার আগমনে,
হে অপরিচিতা!
ফুল হয়ে ফুটল যে, আমার সকল বক্ষজুড়ে—
একটি কবিতা।

এতদিনের একঘেয়ে জীবনটা হয়ে উঠেছিল অনেকটা—
পাঠ্যবইয়ের মতো।
রস নেই, গন্ধ নেই,
তবু নিরুপায় উল্টে যেতে হত।

আজই প্রথম, তোমার আগমনে, আমার এই বক্ষবনে,
বসন্তের কোকিল ডাকিল।
আজই প্রথম, হলো এমন—
শীতল ঝর্ণাধারা মরুতে ঝরিল।

আজের এই শুভদিনে, নব অতিথির পানে,
কী অর্পিব উপহার!
আনমনে ভাবি, আমি নিঃস্ব কবি,
তুলে কি দেব হাতে তার—
আমার এ কবিতাখানি!