আজ আমি দুর্বল।
অতি ক্ষীণতম শক্তিও আর নেই অবশিষ্ট—
মোর বাহুতে।
তবে বক্ষ আছে,
আর তাতে আছে আশা!
তাই চাতকের ন্যায় চেয়ে আছি—
সেই দিনের প্রতীক্ষায়,
সেই প্রভাতের সূর্যকে আমি নিজ হাতে করবো বরণ!
যে দিনের আলোতলে
হবে এ ধামে শোষণের অবসান।
কবে আসবে সেই দিন,
যা আজ অজানার কারাগারে নিক্ষিপ্ত?
কভু মুক্তির আনন্দে ভাবি—
এবার অন্তত একটু শান্তিতে মরা যাবে!
তবে তা আর হয়ে ওঠে না!
আবার, যখন একটু বাঁচবার অবকাশ পাই,
তখন আসে দম বন্ধ হয়ে...
কবে হবে চিরতরে বৈষম্যের অবসান?
আসবে কবে সেই দিন,
ঘুচবে কবে চিরতরে ধনী-গরিবের ব্যবধান?