আজ যে অধিকার বলে বলতে পারি—
তুমি শুধু আমারই!
ভবিষ্যতেও কি এমন করে
বলতে পারব তোমারে—
তুমি শুধুই আমারই?