আজ এই শুভ দিনে, শুভক্ষণে,
দূরত্বের অবসানে—
আসুক নতুন প্রহর।
জাগুক আজ নতুন রবি—
নতুন আলোয় হোক আজ,
আলোকিত ভোর।
যত বন্ধন গেছে ভেঙে, আর
যত বাঁধন গেছে ছিঁড়ে;
ভুল বোঝাবুঝির অবসানে আজ,
প্রীতি আসুক ফের ফিরে।
আজ মৈত্রী ও প্রীতির স্রোতে
মুছে যাক গ্লানি সব—
শুভ এই প্রভাতে।
আজ শত্রুতা ভুলে আলিঙ্গন করে
কোন সে দেবী আসবে আজ—
মোদের এই দ্বারে!
বরণ ডালা সাজিয়ে মোরা
বসে আছি ভোর হতে।
বরণ করবো, বরণ করবো
তাকে মোরা নিজ হাতে!!