আমার চোখেতে নারী-জগতে,
নহে কেহ তাহার সম!
দেখিয়া, ভাবিয়া, বুঝিয়া, বলিয়াছি—
হয়নি ক' দৃষ্টিভ্রম!

শুধু ডানা থাকিলে তাহার,
হইত সে আজ পরীর দলে ভুক্ত!
দেখিয়া, ভাবিয়া, বুঝিয়া হইয়াছি,
তাহাতে আমি সক্ত!

খোদার হাতের সৃষ্টি সে—
এই জগতের সেরা!
তাহার পরশে রঙিন হইয়াছে,
আজ দিগন্ত-ধরা!

তাহার আলোয় পূর্ণ হইল,
স্বর্ণ-আভা রবি!
তাহার ছোঁয়া পাইয়া আমি,
হইয়াছি এক কবি!

তাহার পরশ পাইবে যে জন,
হইবে ভাগ্যবান!
রূপ-লাবণ্য, কোমলতাময়—
চরিত্রে অম্লান!