মনে হচ্ছিলো তখন কি সুন্দর জীবন
হেঁটে যাচ্ছিলাম যতদূর হাঁটা যাচ্ছে কিছু না ভেবে।
কিন্তু না,কোথাও যেন একটা ভুল হচ্ছিল
সেটা বুঝলাম হঠাৎ তখন।
চোঁখ ছিল অন্ধ, কিভাবে বুঝবে?
সেটা ছিল মানুষ চেনার ভুল!
মানুষ-
তার কতই না রূপ
তাই তো মানুষ চিনতে ভুল।
জানতাম না ক'দিন আগেও
ভুল আমারও হয়!
হ্যাঁ আজও আমি ভুল করি
নিজের অজান্তে,
সেটা মানুষ চেনার ভুল।