কষ্ট শব্দটি আজও যেন চিরচেনা
তাকিয়ে দেখছিলাম আকাশ ভরা নক্ষত্র,
সেখানেও যেন অজস্র কষ্টের বুলেট।

আকাশ তখন প্রায় প্রাণোজ্জল,
কিন্তু নয়নেতে জ্বলছে তখনও কষ্টের বারুদ।

কি অদ্ভুত! তাই না!
দিন যায়,রাত যায় কষ্টটা ঠিক আগের জায়গাটাতেই।

কষ্ট-
সে খেলতে খুব ভালবাসে,
হঠাৎ করেই কারণ-অকারণে হাঁসায়
আবার ভাসিয়ে দেয় সমুদ্রভরা অশ্রুজলে।

পরলে মনে তখন তাকে,কষ্ট তখন কঠিনভাবে আকড়ে ধরে,
মনে হয় তখন কষ্টের মাঝেও সুখ আছে।